আজ রাতে ইউরোপ শ্রেষ্ঠত্বের লাড়াইয়ে নামবে ম্যান সিটি-চেলসি

আজ রাতে ইউরোপ শ্রেষ্ঠত্বের লাড়াইয়ে নামবে ম্যান সিটি-চেলসি
MostPlay

আজ (শনিবার) রাতে পোর্তোয় এস্তাদিও দো ড্রাগাওয়েতে মাঠে গড়াবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। চ্যাম্পিয়নস লিগে ফাইনালের মহারণে মুখোমুখি হবে চেলসি-ম্যানসিটি। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুয়ে দেখা হয়নি ম্যান সিটির বিপরীতে ২০১১-১২ব মৌসুমে শিরোপা নিজদের করে নিতে পেরেছিল চেলসি। দুই দলই ইংলিশ প্রিমিয়ার লিগের। তাই একে অপরের শক্তি ও দুর্বলতা বেশ ভাল করেই জানে। এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছে ম্যান সিটি। চেলসি লিগ শেষ করেছে চতুর্থ অবস্থানে থেকে। যার ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত দুই দলেরই।

ম্যান সিটি-চেলসি ফাইনালের মধ্য দিয়ে ইতিহাসে অষ্টমবারের মতো একই দেশের দুই এবং ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাবের মধ্যে তৃতীয় বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবশেষ ২০১৯ সালে ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার উপনীত হয়েছিল শিরোপার লড়াইয়ে।

দুই দলের কোচের অভিজ্ঞতা আছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের। তবে দুজনের মধ্যে এগিয়ে আছেন ম্যান সিটি বস পেপ গার্দিওয়লা। দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। অপরদিকে চলতি আসরে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পরিবর্তে চেলসির দায়িত্ব টমাস টুখেল কোচ হিসেবে শিরোপা না জিতলেও গত আসরে পিএসজির কোচ হিসেবে ফাইনাল খেলেছেন। এটি টুখেলের টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। গত ছয় সপ্তাহের মধ্যে দুবার সিটিকে হারিয়েছে চেলসি। প্রথমবার তারা এফএ কাপের সেমিফাইনালে সিটিকে হারানোর পর লিগ ম্যাচে হারায়। ফাইনালে নামার আগে তাই কিছুটা হলেও আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকবে চেলসি।

ফুটবল বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত; কেউ বাজি ধরছেন ঐতিহ্যবাহী লা ব্লুজদের নিয়ে আবার কেউ পেপ গার্দিওয়লার অধীনে নবজাগরণ করা ম্যানচেস্টার সিটিকে নিয়ে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়াও ফাইনাল দেখতে উদগ্রীব হয়ে আছেন। তার মতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফেবারিট ম্যানচেস্টার সিটি। জামাল বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তারা চ্যাম্পিয়ন। পেপ গার্দিওলার সময়ে চার মৌসুমে সিটি চ্যাম্পিয়ন তিনবার। ইংলিশ ফুটবলে সিটির কতটা দাপট চলছে, ছোট্ট এই পরিসংখ্যানেই ফুটে ওঠে সব। তবে চেলসি অনেক উন্নতি করেছে নতুন কোচ টমাস টুখেলের অধীনে, যার প্রতিফলন ইউরোপ–সেরার আসরে ফাইনালে উঠে আসা। দলটির শক্তি তরুণ খেলোয়াড়েরা। তাই সিটির পক্ষে মোটেও সহজ হবে না চেলসিকে হারানো। তবু বলছি, সিটির সম্ভাবনাই বেশি। আমার মতে, আজকের ফাইনালে সিটির জয়ের সম্ভাবনা ৬০ ভাগ, চেলসির ৪০ ভাগ”।

আজ রাত ১টার সময় ফাইনালে মাঠে নামবে দুদল। দুদল চাইবে শিরোপা নিজেদের করে নিতে। চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা অনেক বিরাট অর্জন সব খেলোয়াড়ের জন্য। এছাড়া চ্যাম্পিয়নস জয়ী দলের পুরষ্কারের অর্থটাও নেহাত কম নয়। এবার চ্যাম্পিয়নস লিগজয়ী দল পাবে ১৯ মিলিয়ন বা ১ কোটি ৯০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৬ কোটি টাকা প্রায়। ফাইনালে হেরে যাওয়া দল চ্যাম্পিয়ন দলের তুলনায় ৪ মিলিয়ন বা ৪০ লাখ ইউরো কম প্রাইজমানি পাবে—১ কোটি ৫০ লাখ ইউরো।

ফাইনালে দুই দলের সম্ভাব্য শুরুর একাদশ

ম্যানচেস্টার সিটি : এডারসন, ওয়াকার, স্টোনস, রুবেন ডিয়াজ, জিনচেনকো, বার্নার্দো সিলভা, ফার্নানদিনহো, গুন্ডোগান, মাহরেজ, কেভিন ডি ব্রুইন ও ফিল ফোডেন।

চেলসি : মেন্ডি, ক্রিশ্চেনসেন, থিয়াগো সিলভা, রুডিগার, এজপিলিকুয়েতা, জর্জিনহো, কান্তে, চিলওয়েল, পুলিসিচ, ওয়ের্নার ও মাউন্ট।

মন্তব্যসমূহ (০)


Lost Password