আগামীকাল থেকে শুরু ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ

আগামীকাল থেকে শুরু ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ
MostPlay

লর্ডসে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দেশের মাটিতে সর্বশেষ তিন টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায়নি ইংলিশরা। সর্বশেষ ২০১৩ সালে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো ইংল্যান্ড। এরপর ২০১৫ সালে ঘরের মাঠেই দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১এ সমতায় শেষ করে ইংল্যান্ড। আর ২০১৮ ও ২০১৯ সালে ঘরের মাঠে ইংল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে মুখিয়ে আছে ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষেও রোটেশন পদ্ধতি ধরে রাখবে ইংল্যান্ড। প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন পেসার ওলি রবিসন ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমস ব্রেসি । ৬৩টি প্রথম শ্রেনির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৭ বছর বয়সী রবিসনের। আর ৪৫টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন ব্রেসি। ২০১৬ সালে ভারত সফরে টেস্ট অভিষেক হওয়া হাসিব হামিদও ডাক পেয়েছেন। ভারতের বিপক্ষে ঐ সিরিজের তিন ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরিতে ২১৯ রান করেছিলেন তিনি। এরপর কাঁধের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন হামিদ। এছাড়া বেন ফোকসের ইনজুরীর কারণে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন স্যাম বিলিংস।

অপরদিকে নিউজিল্যান্ড তাকিয়ে আছে সাউদাম্পটেন ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে। ফাইনালে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে প্রস্তুতি সাড়তে চায় নিউজিল্যান্ড দল। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ফাইনাল নিয়েই বেশি কথা বলতে হয়েছে নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডের মত দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ হলেও নিউজিল্যান্ড শিবিরে ফাইনাল ম্যাচের উত্তেজনাই বেশি।

মন্তব্যসমূহ (০)


Lost Password