নওগাঁ সাপাহারে করোনায় ৮ মাসের শিশুর মৃত্যু

নওগাঁ সাপাহারে করোনায় ৮ মাসের শিশুর মৃত্যু
MostPlay

করোনা আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এ থেকে বাদ যাচ্ছে না শিশুরাও।

নওগাঁর সাপাহারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার (২ জুন) সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (৯ জুন) শিশুটির করোনা রিপোর্ট পজিটিভ আসে। নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন এতথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন জানান, গত ২ জুন সকাল ৭টার দিকে স্থানীয় থানার এক নারী পুলিশ সদস্য তার আট মাস বয়সের বাচ্চাকে ডায়রিয়ার চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটির মৃত্যু হয়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তার দেহ থেকে নমুনা নিয়ে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বুধবার (৯জুন) দুপুরে ওই শিশুর করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ আসে।

এনিয়ে উপজেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজন। আজ বুধবার (৯জুন) উপজেলায় নতুন করে আরও ১২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৬ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password