পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড ঘোষনা

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড ঘোষনা

টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানকে চমকেই দিয়েছিল জিম্বাবুয়ে। উড়তে থাকা পাকিস্তানকে দ্বিতীয় টি-টুয়েন্টিতে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করেছিল তারা। শেষ ম্যাচে মোঃ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিং এবং হাসান আলীর ম্যাজিক বোলিং এর সুবাদে ২৪ রানে হেরে সিরিজ হেরে যায় জিম্বাবুয়ে। টি-টুয়েন্টি সিরিজে তাদের ভাল পারফরম্যান্স, টেস্ট সিরিজে প্রতিদ্বন্দিতার আভাস পাওয়া যাচ্ছে।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষনা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। প্রথম শ্রেনীর ক্রিকেটে ছয় মাস আগে অভিষেক হওয়া পেসার তানাকা চিভানগার সাথে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা আরও চার জনকে দলে রেখেছে জিম্বাবুয়ে। তাদের সাথে টেস্ট দলে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। শারীরিক অসুস্থতার কারণে সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ে দলে ছিলেন না অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার ব্রেন্ডন টেইলর। টেইলর দলে ফিরলেও পেশির চোটে এবারও ফিরতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে না থাকা ক্রেইগ আরভিন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ গেছেন চার জন-রায়ান বার্ল, ওয়েসলি মাধেভেরে, রিচমন্ড মুতুমবামি, ব্র্যান্ডন মাভুতা। অসুস্থতার জন্য নেই অলরাউন্ডার সিকান্দার রাজা।

জিম্বাবুয়ে টেস্ট দল: শন উইলিয়ামস (অধিনায়ক), রেজিস চাকাভা, টেন্ডাই চিসোরো, তানাকা চিভানগা, লুক জংউই, রয় কাইয়া, কেভিন কাসুজা ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভাউরে, তারিসাই মুসাকানদা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর এবং ডোনাল্ড তিরিপানো।

মন্তব্যসমূহ (০)


Lost Password