বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষনা

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষনা

৮ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়েতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে এ সফরে একটি মাত্র টেস্ট খেলবে টাইগাররা। হারারে স্পোর্টস ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৭ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচদিনের একমাত্র টেস্টটি। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

একমাত্র টেস্টে স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। এছাড়া ডাক পেয়েছেন তিন নতুন মুখ। তারা হলেন - টপ অর্ডার ব্যাটসম্যান তাকুজওয়ানাশে কাইতানো, ডিয়ন মায়ের্স ও উইকেটরক্ষক -ব্যাটসম্যান জয়লর্ড গাম্বি। বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।

জিম্বাবুয়ে টেস্ট দল : শন উইলিয়ামস (অধিনায়ক), রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, তানাকা চিভানগা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, রয় কাইয়া, টাকুদজওয়ানশে কাইটানো, কেভিন কাসুজা, টিমাইসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো।

মন্তব্যসমূহ (০)


Lost Password