করোনায় চাকরি হারিয়ে যুবকের আত্মহত্যা

করোনায় চাকরি হারিয়ে  যুবকের  আত্মহত্যা

রাজশাহীর নাটোরে করোনা মহামারিতে চাকরি হারিয়ে ও পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৭জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্তায় তিনি মারা জান।

নিহত যুবক নাটোরে বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের সালাইনগর গ্রামের আজহার আলীর ছেলে আজিজুল হাকিম টনিক (৪০)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,আজিজুল হাকিম টনিক একটি কোম্পানিতে চাকরি করতেন।

করোনা মহামারিতে চাকরি হারিয়ে গত রমজান মাসে তিনি বাড়ি ফিরে আসেন। পরে গ্রামের একটি মোড়ে তিনি ভেটেরিনারি ওষুধের দোকান দেন। কিন্তু চাকরি হারিয়ে তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন।

চাকরি হারানোর পর থেকে তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্যতার সৃষ্টি হয়। এর জের ধরে অভিমান করে বুধবার ভোরে তিনি ঘুমের ট্যাবলেট খান। শারীরিক আবস্তা আবনতি হলে পর তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে চিকিৎসাধীন সকালে তিনি মারা যান। বাগাতিপাড়া থানার (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রাজশাহীর রাজপাড়া থানা থেকে ফোনে ওই ব্যক্তির মারা যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password