অযথা বাইরে বের হলে গ্রেপ্তার করা হবে: ডিএমপি কমিশনার

অযথা বাইরে বের হলে গ্রেপ্তার করা হবে: ডিএমপি কমিশনার
MostPlay

আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার ভোর ৬.০০টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে শুরু হচ্ছে ‘সর্বাত্মক লকডাউন’ বা কঠোর বিধিনিষেধ। এই সময়ে যারা অকারণে ঘর থেকে বের হবেন বা অকারনে ঘোরাঘুরি করবেন তাকে গ্রেপ্তার করে মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ বুধবার (৩০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, অকারণে কেউ যদি ঘর থেকে বের হয় বা যত্রতত্র ঘোরাঘুরি করে তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তার থেকে যুক্তিসংগত কারন না পাওয়া যায় তবে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে আইনের দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন; এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যারা ঘোরাঘুরি করবেন তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মোবাইল কোর্ট এর মাধ্যমে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে। এই ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল কিংবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডও হতে পারে বলে জানান তিনি।

বিধিনিষেধ বাস্তবায়নে এসময় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

মন্তব্যসমূহ (০)


Lost Password