বহুল আলোচিত নরসিংদী আওয়ামী মহিলা যুবলীগের নেতা শামীমা নূর পাপিয়া দীর্ঘদিন ধরে ওয়েস্টিন হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া নিয়েছিলেন। এই প্রেসিডেন্সিয়াল স্যুটেই তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানাতেন। সেখানে প্রায়ই বিভিন্ন আসর বসতো। এছাড়াও পাপিয়া ওয়েস্টিন হোটেলের ২৩ তলার বারও রিজার্ভ করতেন।
অথচ পাঁচ তারকা হোটেলের নিয়ম অনুযায়ী একটা রুমে যদি কোনো অতিথি থাকে অর্থাৎ কেউ যদি কোনো রুম ভাড়া নেয়, তার কাছে যারাই দেখাসাক্ষাৎ করতে আসবে, তাদেরকে নাম রেজিস্টার করতে হবে। তাদের পরিচয়পত্র যাচাইয়ের নিয়মও বাধ্যতামূলক রয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে হোটেলগুলোকে নির্দেশনা দেওয়া রয়েছেই।
কিন্তু পাপিয়া প্রায় ২ মাস ধরে প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া নিয়ে করে ছিলেন, সেখানে তিনি ৮১ লাখ টাকা দিয়েছিলেন। অথচ তার রুমে কারা যাওয়া-আসা করতো তাদের কোনো তালিকা ওয়েস্টিন কর্তৃপক্ষের কাছে নেই। এটা পাঁচতারকা হোটেলের নীতিমালার পরিপন্থী বলে বলছেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। কারণ একজন অতিথির নিরাপত্তাসহ হোটেলের নিরাপত্তার জন্য কারা বোর্ডারের সঙ্গে সাক্ষাৎ করছেন, তা জানা জরুরি ছিল।
জানা গেছে যে, আইন প্রয়োগকারী সংস্থা এই বিষয়টি নিয়ে খুব দ্রুত ওয়েস্টিন কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করবে। ইতিমধ্যে তারা পাপিয়ার সঙ্গে কারা কারা ঐ প্রেসিডেন্সিয়াল স্যুটে সাক্ষাৎ করতে যেতেন তার তালিকা ওয়েস্টিন কর্তৃপক্ষের কাছে চেয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকা তাদের কাছে নেই। এই তালিকা না থাকারটা ওয়েস্টিন কর্তৃপক্ষের অপরাধ বলেই গণ্য করা হচ্ছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন