অতিরিক্ত কর্মঘণ্টায় পুলিশ, ধৈর্য্যের বিচ্যুতিতে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা

অতিরিক্ত কর্মঘণ্টায়  পুলিশ, ধৈর্য্যের বিচ্যুতিতে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা

পুলিশ সূত্রমতে, একদিকে লকডাউন মানাতে ও স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের ডিউটি আর অন্যদিকে চেকপোস্ট পরিচালনা, অপরাধী সম্পর্কে সজাগ থাকা, অপরাধীদের গ্রেফতার করার কাজও তাদের করতে হচ্ছে। এতে বাড়্রতি চাপ সামলাতে হচ্ছে তাদের। এর ফলে পর্যাপ্ত ছুটিও পাচ্ছেন না তারা।

পুলিশের এক কর্মকর্তা জানান, বিরতিহীন অতিরিক্ত কর্মঘণ্টার জন্য অনেক সময় পুলিশ সদস্যরা নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন না। বিভিন্ন চাপ আর বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে যেয়েই মাঝে মাঝে বিড়ম্বনার স্বীকার হচ্ছেন তারা। এই পর্যন্ত করোনায় প্রান দিয়েছেন অনেক পুলিশ সদস্য। তারপরেও করোনা মহামারীর সময় সম্মুখসারীর যোদ্ধা হিসেবে দেশ সেবা করে যাবেন তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password