মারা গেছেন আম্পায়ার নাদির শাহ

মারা গেছেন আম্পায়ার নাদির শাহ
MostPlay

স্পোর্টস ডেস্ক : আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। আজ ভোর রাত ৩টা ৪৮ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সাবেক এই আম্পায়ার গত দুই বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মাঝে বেশ কয়েকবার দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। শারিরীক অবস্থার অবনতি হলে সর্বশেষ সপ্তাহখানেক আগে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন আগে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

সপ্তাহখানেক আগেও হাসপাতালের বেডে শুয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করেছিলেন নাদির, জানিয়েছিলেন মাঠে ফিরতে আর অপেক্ষার তর সইছে না। কিন্তু এই মাঠের মানুষটির আর মাঠে ফেরা হলো না। চলে গেলেন না ফেরার দেশে।

তার মৃত্যুতে আজ শুক্রবার (১০ সেপ্টেম্বরে) বিকেলে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শোক প্রকাশ করা হবে। নাদিরকে শ্রদ্ধা জানাতে দুই দলের ক্রিকেটাররা ১ মিনিট নিরবতা পালন করবেন। এছাড়া কালো ব্যাজ পরে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। এছাড়া,সাবেক ক্রিকেটার ও এই আম্পায়ারের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে বিসিবিও।

মন্তব্যসমূহ (০)


Lost Password