নওগাঁয় ৬টি অবৈধ অস্ত্রসহ ২জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় ৬টি অবৈধ অস্ত্রসহ ২জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২২ আগষ্ট গত রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁর নিয়ামতপুরের আড্ডা বাজারের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবার, ৫টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ ০২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার শেখ পাড়া গ্রামের কিবরিয়া রাজুর ছেলে হৃদয় (২৭), হামিদপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে শিশির (২০) কে গ্রেপ্তার করেন।

অস্ত্রগুলো তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ক্রয় করে অটোরিক্সায় করে নওগাঁ নিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে অস্ত্রগুলো ট্রাকে করে নওগাঁ হতে বগুড়ায় যাবে বলে তারা ঘটনাস্থলে স্বীকার করে।

সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে। এরা অত্র এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। এদের গ্রেপ্তারের মাধ্যমে অস্ত্র অভিযানের ক্ষেত্রে নীতি অব্যাহত থাকবে। এই ধরনের অপারেশনের মাধ্যমে র‍্যাব-৫, রাজশাহী এর ভূমিকা সর্বমহলে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password