বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ে দলের দুই তারকা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ে দলের দুই তারকা

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট শুরুর ১ দিন আগে মাঠের বাইরে ছিটকে পড়লেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস ও ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। কোন ইনজুরীর কারণে নয় তারা দুজন টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন করোনা আক্রান্তের সংস্পর্শে আসায়। জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, উইলিয়ামস ও আরভিন বর্তমানে আইসোলেশনে রয়েছেন, তাই দলের সাথে যোগ দিতে পারেননি।

শন উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। উইলিয়ামস, আরভিন দুজনই খেলেননি পাকিস্তানের সাথে হওয়া সবশেষ সিরিজ। আরভিনের শেষ টেস্ট গত বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষেই। আর অধিনায়ক শন উইলিয়ামসকে সাদা পোশাকে দেখা গেছে এ বছরের শুরুতে দুবাইতে হওয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্টে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন টেলর। তরুণ দল নিয়ে ভালো করতে উদগ্রীব অভিজ্ঞ এ ক্রিকেটার। এদিকে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে তামিম ইকবাল খেলবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তামিমের খেলা নিয়ে সংশয় থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম খেলবেন বলে জানা গিয়েছে।বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) একমাত্র টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের হারারে স্ট্যাডিয়ামে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password