যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জো বাইডেনের ২ কুকুরকে বের করে দেওয়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জো বাইডেনের ২ কুকুরকে বের করে দেওয়া হয়েছে
MostPlay

অপরাধের সঙ্গে যুক্ত হওয়ায় এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে বের করে দেয়া হয়েছে দুটি পোষা কুকুরকে। প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন পালতেন কুকুর দুটিকে।

হোয়াইট হাউসের এক নিরাপত্তারক্ষীকে কামড়ানোর অপরাধে দেয়া হয় এ শাস্তি। ডেলাওয়্যারের উইলমিংটনে জো বাইডেনের পারিবারিক বাসভবনে ফেরত পাঠানো হয়েছে তাদের।গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের চার দিন পর, বাইডেন পরিবারের সঙ্গী ও হোয়াইট হাউসের বাসিন্দা হয়ে আসে জার্মান শেফার্ড দুটি।

এর মধ্যে মেজর নামের ছয় বছর বয়সী কুকুরটি রীতিমতো এক রেকর্ডই গড়ে। ২০১৮ সালে তিন বছর বয়সে তাকে ঘরে আনে বাইডেন পরিবার। প্রাণী আশ্রয় কেন্দ্রে জন্ম নিয়ে হোয়াইট হাউসের সদস্য হওয়া প্রথম কুকুর সে। তার কামড়েই আহত হন হোয়াইট হাউস কর্মী।চ্যাম্প নামের বাইডেন দম্পতির আরেকটি পোষা কুকুরের বয়স ১৩ বছর।

সুত্রঃবিবিসি

মন্তব্যসমূহ (০)


Lost Password