ট্রাম্প বলেছেন,বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের হাতের পুতুল

ট্রাম্প বলেছেন,বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের হাতের পুতুল
মহামারি করোনাভাইরাস ইস্যুতে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং চীনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার এক সাক্ষাৎকারে ফক্স নিউজকে তিনি বলেন, সংস্থাটি চীনের পুতুলে পরিণত হয়েছে। চীন যা করছে তা তাদের কাছে সবসময় ঠিক মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ডব্লিউএইচওকে দেওয়া মার্কিন তহবিল বন্ধ করে দিয়েছেন। করোনা মহামারিতে চীনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি না এটি সচেতনভাবে করা হয়েছে। কিন্তু হয়ত অযোগ্যতার কারণে হয়েছে। ভাইরাসটি হয়ত ছড়িয়ে পড়েছে এবং তারা জানতো কীভাবে বিষয়টি নিয়ে কথা বলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি শিগগিরই তাদের নিয়ে ঘোষণা দেবো কারণ তারা চীনের হাতের পুতুলের পরিণত হয়েছে । আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে সাড়ে চার বিলিয়ন কোটি ডলার দেই। আর চীন ৩৮ কোটি ডলার তবুও চীন তাদের বলে দিচ্ছে কিভাবে এগোতে হবে । এ সময় চীনে গিয়ে করোনা মোকাবেলায় সাহায্য করতে চান বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মন্তব্যসমূহ (০)


Lost Password