মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ ইতিহাসের মহানায়ক, হাজার বছরেররশ্রেষ্ঠতম বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টিএমএসএস কাজীরমোড় শাখায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শাখা প্রধান মোঃ আনোয়ার হোসেন, কাজীরমোড় শাখার ষ্টাফ আমিরুল, রাব্বানী, সজল, মিলন , তালহা, রনি, মাহমুদ ও সোহেল সহ কর্মকর্তা/কর্মচারীগণ।
এ সময় শাখা প্রধান বক্তব্যে বলেন – টিএমএসএস প্রতি বছরের মতো এবারও প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগান বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে এ যাত্রা শুরু করেন। গত বছর করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে গাছের চারা গালানো হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের বিস্তৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবদান রাখে। তিনি আরও বলেন এই করোনা মহামারী মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রাণঘাতি ভাইরাস প্রতিরোধে সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন