ঢাকা- করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। লকডাউনের সে সময় জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে সরকার লকডাউন ঘোষণা করছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ সরকার ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। সেখানে স্বাস্থ্যবিধি মানতে জনসমাগম সীমিত করা, গণপরিবহনে যাত্রী কমানো, বিয়ে-শাদি ও সামাজিক অনুষ্ঠানে কড়াকড়িসহ কঠোর ব্যবস্থার কথা জানায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন