আজ বিশ্ব প্রতিবেশ দিবস

আজ বিশ্ব প্রতিবেশ দিবস
MostPlay

জাতিসংঘের সাধারণ পরিষদে ১৭ ডিসেম্বর ১৯৮৫ সালে বিশ্ব প্রতিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে প্রতিবছর অক্টবর মাসের প্রথম সোমবার এ দিবসটি গুরত্বের সাথে পালিত হচ্ছে। জাতিসংঘ এ দিবসকে World Habitat Day নামে উদযাপন করে।  এ বছরের থিম হলো Accelerating urban action for a carbon-free world. 

প্রতিবেশ পরিবেশ-এর অংশবিশেষ। অর্থাৎ পরিবেশের অন্তর্ভুক্ত এবং আলোচ্য বিষয়ের নিকটবর্তী যেসব উপাদান পরিবেশকে এবং জীবজন্তু বিশেষ করে মানুষের স্বাভাবিক জীবনধারাকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে তাকে প্রতিবেশ বলে। বর্তমানে প্রতিবেশ সংকট নিয়ে জাতিসংঘ খুবই তৎপর।  আগামী নভেম্বর মাসে COP-26 হতে যাচ্ছে যুক্তরাজ্যের গ্লাসগোতে। সেখানে কার্বন নিঃসরণসহ প্রতিবেশের ক্ষতিকর বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গৃহীত হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password