কিছু যুবক রেল লাইনের পাশে দাঁড়িয়ে মোটরসাইকেলের সাহায্যে চলন্ত ট্রেনে পানি ছিটিয়ে দেয়। এতে ট্রেনের যাত্রীরা ভিজে যান। এ নিয়ে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে ট্রেন থামিয়ে দেন, তারপর ট্রেন থেকে নেমে এসে যুবকদের মারধর করতে শুরু করেন।
ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিও বানাতে গিয়ে কিছু যুবক রেল লাইনের পাশে দাঁড়িয়ে মোটরসাইকেলের সাহায্যে চলন্ত ট্রেনে পানি ছিটিয়ে দেয়। এতে ট্রেনের যাত্রীরা ভিজে যান। এ নিয়ে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে ট্রেন থামিয়ে দেন, তারপর ট্রেন থেকে নেমে এসে যুবকদের মারধর করতে শুরু করেন।
সেইসঙ্গে যুবকদের সঙ্গে থাকা একটি বাইক যাত্রীরা তুলে নিয়ে ট্রেনে করে চলে যান, যুবকরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পাকিস্তানে ঘটা এ ঘটনার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি থামার পরেই ওই যুবকরা পালানোর চেষ্টা করেন।
কিন্তু তাঁদেরকে তাড়া করে ধরে ফেলেন যাত্রীরা। সেখানে তাঁদের বেধড়ক পেটানো হয়। পরে ওই যুবকদের মোটরবাইক ট্রেনে উঠাতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশও দেখা গেছে। ট্রেনটি দেখে পাকিস্তান রেলওয়ের মনে হলেও কোথায় ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
 
                                         
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন