ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারাতে আত্মবিশ্বাসী টাইগার কোচ

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারাতে আত্মবিশ্বাসী টাইগার কোচ

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সময়টা বেশ ভাল যাচ্ছে বাংলাদেশ দলের। জিম্বাবুয়েকে তাদের দেশে হারানোর পর ঘরের মাটিতে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি দিয়ে ছেড়েছে। এই সিরিজ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার সাথে কখনই টি-টোয়েন্টি ক্রিকেটে জিততে পারেনি বাংলাদেশ। সেই অস্ট্রেলিয়াকেই এই সিরিজে চারবার পরাজিত কাছে বিপরীতে হেরেছে মাত্র একটি মাত্র একটি ম্যাচ৷ এবার টাইগারদের সামনে নিউজিল্যান্ড। আগামী ২৪শে আগষ্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কিউইরা।

দড়জায় কড়া নাড়ছে বিশ্বকাপ সেখানে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াডে বিশ্বকাপে ডাক পাওয়া কোন খেলোয়াড় নেই৷ নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে রিতীমত অবাক হয়েছেন সবাই। অবাক হয়েছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গও৷ তবে এসব কিছু নুয়ে ভাবছেন না টাইগার কোচ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী রাসেল ডোমিঙ্গ। তিনি জানিয়েছেন, 'আমরা দেশের মাটিতে ভালো খেলছি। আমরা অনুভব করি নিউ জিল্যান্ডকে হারাতে পারব। তবে নিশ্চিত করতে হবে আমরা যেন ভালো খেলি’।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের স্কোয়াড প্রসঙ্গে বলেন,'নিউ জিল্যান্ডের দল দেখে স্বভাবতই হতাশ ডমিঙ্গো,‘তারা কাকে কাকে বাংলাদেশে পাঠাচ্ছে এটা দেখে আমি অবাক নই। অবাক লাগছে এটা দেখে যে বাংলাদেশে যারা খেলবে তাদের কেউ বিশ্বকাপে খেলবে না। এখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো হতো'।

বাংলাদেশ-নিউ জিল্যান্ডের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে পহেলা সেপ্টেম্বর। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো খেলা হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখন পযর্ন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোন ম্যাচ জিততে পারেনি টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়েরা যে পারফর্মেন্স করেছে তা ধরে রাখতে পারলে এবার হয়তো সেই পরাজয়ের বাধা পেরিয়ে জয়ের দেখা পাবে টাইগাররা৷ শুধু ম্যাচ জয় নয় বাংলাদেশের ক্রিকেট প্রেমিরা সিরিজ জয়ের আশা করছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

মন্তব্যসমূহ (০)


Lost Password