আরও তিনজন আক্রান্ত, একজনের অবস্থা আশঙ্কাজনক

আরও তিনজন আক্রান্ত, একজনের অবস্থা আশঙ্কাজনক

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন নারী, দু’জন পুরুষ। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ জনে।

ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে একজন পুরুষের বয়স সত্তরের বেশি। বাকি দু’জনের বয়স ত্রিশের কোটায়। এর মধ্যে সত্তরোর্ধ্ব পুরুষ ব্যক্তিকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে তার।

তিনি আরও জানান, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ওই নারীর কাশি রয়েছে। তিনি বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। বাকি আরেকজন পুরুষেরও ইউরোপ ভ্রমণের ইতিহাস রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password