ইয়াসের তান্ডবে মোংলার উপকূলীয় বাঁধ ভেঙ্গে হাজারো চিংড়ির ঘের নষ্ট

ইয়াসের তান্ডবে মোংলার উপকূলীয় বাঁধ ভেঙ্গে হাজারো চিংড়ির ঘের নষ্ট
MostPlay

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মোংলার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ ভেঙ্গে পানি ঢুকে গিয়ছে প্রায় তিনটি ইউনিয়নে। যার ফলে তলিয়ে গিয়েছে এই অঞ্চলের দেড় হাজারেরও বেশি চিংড়ির ঘের।

এ অঞ্চলগুলোতে কোনো রকম শস্য-সবজি চাষের সুযোগ নেই কেননা এখানের মাটি ও পানি খুবই লবণাক্ত যা শস্য চাষে অনুপযোগী। তাই এখানে সকলেরই একমাত্র জীবিকা মৎস্য চাষ।

ইয়াসের এই তান্ডবে এসকল মৎস্য চাষীদের চিংড়ি ঘেরগুলো তলিয়ে গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে।তাদের বেশিরভাগই যারা ধার-দেনা করে এ ব্যবসায় করছে তারা অচিরেই একটি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে।

এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী এখানকার উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, এই এলাকায় প্রায় ১২৭৪ হেক্টর জমিতে ১৬৭৫ টির মতো মৎস্য ঘের রয়েছে। এবং এখানকার চাষীদের প্রায় ১,৫০,০০,০০০ (দেড় কোটি) টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একদিকে দেশের করোনা পরিস্থিতি অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের তান্ডব সব মিলিয়ে ব্যাপক হুমকির মুখে রয়েছে এ অঞ্চলের মৎস্য চাষীদের ব্যবসায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password