উপনির্বাচনের তিন আসনে যারা পেলেন নৌকার টিকিট

উপনির্বাচনের তিন আসনে যারা পেলেন নৌকার টিকিট
MostPlay

আসন্ন উপনির্বাচনের তিন আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (১২জুন) বেলা ১১ টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চূরান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

তিন আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত টিকিট পেয়েছেন ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, কুমিল্লা-৫ আসনে আবুল হাশেম খান এবং সিলেট ৩ আসনে হাবিবুর রহমানক।এই তিন আসনের জন্য মোট ৯৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে দলের চূড়ান্ত বাছাইয়ে তাদের ৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম ঘোষণা করা হয়। গণভবন থেকে সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার এই তিন আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। তিন আসনের মধ্যে সর্বোচ্চ ৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয় কুমিল্লা-৫ আসনের জন্য। আর ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩৪ জন।

তিনবারের সাংসদ আসলামুল হকের মৃত্যুর কারণে ঢাকা-১৪ আসন শূন্য হয়। তিনবারের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী মারা যাওয়ায় সিলেট-৩ এবং পাঁচবারের সাংসদ আবদুল মতিন খসরু মারা যাওয়ায় কুমিল্লা-৫ আসন শূন্য হয়। তিন আসনে উপনির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপনির্বাচনের তারিখ পেছানো হয়। ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচন ২৮ জুলাই করার সিদ্ধান্ত হয়।

তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন নির্ধারিত তারিখ তথা ২১ জুনই অনুষ্ঠিত হবে।ভ

মন্তব্যসমূহ (০)


Lost Password