মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে এবার শিক্ষকদের বিক্ষোভ

মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে এবার শিক্ষকদের বিক্ষোভ

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে এবার বিক্ষোভ করেছেন মিয়ানমারের শিক্ষকরা। শুক্রবার তারা কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সোমবার মিয়ানমারে অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। এর দুদিন পর কর্মবিরতি ও অসহযোগ আন্দোলনে নামেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। একই দিন এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন কৃষি মন্ত্রণালয়ের কর্মীরা।

রয়টার্স জানিয়েছে, আন্দোলনের প্রতীক লাল ফিতা পরে ও প্ল্যাকার্ড হাতে বিপুল সংখ্যক শিক্ষক ইয়াঙ্গুন ইউনিভার্সিটি অব এডুকেশন ক্যাম্পাসে জড়ো হন। ইয়াঙ্গুনের ডাগন ইউনিভার্সিটিতেও একই রকম বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

লেকচারার এনউই থাজিন হ্লাইং বলেন, ‘আমাদের নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া এই বেআইনি সামরিক অভ্যুত্থান আমরা চাই না। আমরা তাদের সঙ্গে আর কাজ করতে চাই না। আমরা চাই অভ্যুত্থান ব্যর্থ হোক।’

বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারি জানিয়েছেন, প্রায় ২০০ থেকে ২৪৬ জন বিক্ষোভে অংশ নিয়েছে।আরেক শিক্ষক হানি লিউইন বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা থমকে দেওয়া। আমরা এখন শান্তিপূর্ণ ধর্মঘটের মধ্যে আছি।’

মন্তব্যসমূহ (০)


Lost Password