মিয়ানমারে এবার বিমান হামলা চালালো সেনাবাহিনী

মিয়ানমারে এবার বিমান হামলা চালালো সেনাবাহিনী
MostPlay

মিয়ানমারের কারেন রাজ্যের মুত্রো জেলায় বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। রাজ্যটির একটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে সেনা চৌকিতে হামলার পর পাল্টা জবাব হিসেবে শনিবার (২৭ মার্চ) থাইল্যান্ড সীমান্তবর্তী এ এলাকায় বিমান হামলা চালানো হয়।

এরইমধ্যে আতঙ্কে কারেন রাজ্য ছেড়ে থাইল্যান্ডে পালিয়েছে প্রায় তিন হাজার বাসিন্দা। স্থানীয় সংবাদমাধ্যম ও অ্যাক্টিভিস্ট সংগঠনকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) বর্তমানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ করছে। এই গোষ্ঠীর এক মুখপাত্র জানায়, কারেন বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন পাপুন জেলার ডে পু নো এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে সামরিক বাহিনী। এতে দু’জন নিহত ও আরও দু’জন আহত হয়েছেন।

এর আগে, কারেন বিদ্রোহীরা সরকারি সেনাদের একটি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই হামলায় একজন লেফটেন্যান্ট-কর্নেলসহ ১০ সৈন্য নিহত হয়েছে। রাজধানী নেপিদোতে মিয়ানমার সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের সময় থাই সীমান্তে ওই হামলা হয়। মূলত দেশটিতে বিক্ষোভরত জনগণের ওপর সেনাবাহিনীর গণহত্যা চালানোর প্রতিবাদে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে।

একই দিন মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১৪ জন নিহত হয়েছে। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর শনিবার ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এ নিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত ৪৪০ জনেরও বেশি নিহত হয়েছে।

সুত্রঃ রয়টার্স

মন্তব্যসমূহ (০)


Lost Password