সরকারি নির্দেশ মানার বালাই নাই গনপরিবহণে

সরকারি নির্দেশ মানার বালাই নাই গনপরিবহণে

দেশে ১৯ দিনের কঠোর বিধিনিষেধের লকডাউন শিথিলের প্রথম দিনেই দেখা গেছে বাসে গাদাগাদি করেই মানুষ চলাফেরা করছে। সরকারি কোন নির্দেশই মানছেনা গনপরিবহণ গুলো।

গনপরিবহণ চলার ক্ষেত্রে প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মানতে হবে। এবং যত সিট, তত যাত্রী তুলতে পারবে পরিবহনগুলো। প্রথম দিনেই এ শর্ত উপেক্ষিত হতে দেখা গেছে রাজধানীতে।

অধিকাংশ বাসে সিট না থাকলেও বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে বাসে যাত্রী তুলতে দেখা গেছে। বাধ্য হয়ে অনেক যাত্রীও দাঁড়িয়েই গন্তব্যে যাচ্ছেন।

সরেজমিনে রাজধানীর গুলিস্তান, শাহবাগ, পল্টন, ও মৌচাক, মালিবাগ, ফার্মগেট, মিরপুর এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। এছাড়া রাস্তায় অর্ধেক গণপরিবহন চলার কথা থাকলেও গাড়ির ব্যাপক চাপও দেখা যায়।

রাজধানীতে যাত্রীদের বাড়তি চাপ কাজে লাগিয়ে নির্দেশনা অমান্য করেই বাসে অতিরিক্ত যাত্রী তুলতে দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই গাদাগাদি করে যাত্রী তোলা হলেও কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি। কোথাও আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনও গাড়ি আটকাতে বা জরিমানা করার তথ্য পাওয়া যায়নি।

এদিকে, দাঁড়িয়ে যাত্রী পরিবহন করার বিষয়ে নানা অজুহাত আর যুক্তি দেখাচ্ছেন বাসচালকরা। চালকদের কেউ বলছেন-সামনের স্টপেজ বাড়তি যাত্রী নেমে যাবে। আবার কেউ বলছেন, যাত্রীরাই জোর করে গাড়িতে উঠেছেন।

পল্টন মোড়ে দাঁড়িয়ে গাদাগাদি করে যাত্রী নেয়া আকাশ পরিবহনের চালক এক গনমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে বলেন, গুলিস্তান এসব যাত্রী নেমে যাবে। কাকরাইল থেকে বাড়তি যাত্রী উঠেছে। তার আগে গাড়ি ফাঁকাই ছিল।

আবার কিছু পরিবহনকে আসন অনুযায়ী যাত্রী নিয়ে গেট বন্ধ করে চলাচল করতেও দেখা গেছে।

আবার মাস্ক বাধ্যতামূলক থাকলেও বেশির ভাগ যাত্রীকে দেখা যায়নি মাস্ক পরতে। যদিও কয়েক জন পরেছে তা আবার থুথুনির নিচ পর্যন্তই রেখেছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password