ভারতের জম্মু ও কাশ্মীরে বিশ্বের উচ্চতম রেলসেতু

ভারতের জম্মু ও কাশ্মীরে বিশ্বের উচ্চতম রেলসেতু

ভারতের জম্মু ও কাশ্মীরে নির্মাণ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু। ইতোমধ্যে সেতুর মূল কাঠামোর নির্মাণ শেষ করেছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ। এটি চালু হলে কাশ্মীরের সঙ্গে রেয়াসি জেলার সরাসরি সংযোগ স্থাপিত হবে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

জানা যায়, চেনাব নদীর দুই পাশের পাহাড়ে সংযোগ স্থাপন করবে এই সেতু। সম্প্রতি এর মূল খিলান বসানো হয়েছে। যার উপর ভিত্তি কর সেতুটি দাঁড়িয়ে থাকবে। ভূ-পৃষ্ঠ থেকে এর উচ্চতা ৩৫৯ মিটার।

এ প্রসঙ্গে এক টুইটে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পিয়ুস গোয়াল বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহুর্ত। চেনাব নদীর ওপর সেতুটি প্রায় প্রস্তুত। জটিল নকশাটি ইঞ্জিনিয়ারদের কল্যাণে এটি সম্ভব হয়েছে।’

এক বিবৃতিতে দেশটির রেলওয়ে কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চল রেলওয়ে ভারতের সবচেয়ে কঠিন ও প্রতিকূল প্রাকৃতিক কাঠামোর মধ্যে ১১১ কিলোমিটার রেলপথ নির্মাণ করছে। যা উধামপুর-শ্রীনগর-বারামুল্লাকে সংযুক্ত করবে। আশা করা যাচ্ছে, ২০২২ সালের ডিসেম্বরে এর নির্মাণ কাজ শেষ হবে এবং কাশ্মীরের সঙ্গে ভারতের অন্যান্য এলাকা যুক্ত হয়ে যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password