পশ্চিমবঙ্গে মন্ত্রীর ওপর বোমা হামলার ভিডিও ভাইরাল

পশ্চিমবঙ্গে মন্ত্রীর ওপর বোমা হামলার ভিডিও ভাইরাল

ভারতের পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্ত্রী জাকির হোসেন ছাড়াও ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। ইতোমধ্যে বোমা হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফরমে এ ঘটনা ঘটে।

বোমা হামলার ওই ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে কর্মী-সমর্থক নিয়ে হেঁটে যাচ্ছেন মন্ত্রী জাকির হোসেন। অনেকেই মন্ত্রীর পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে।

পুলিশ বলছে, বোমা হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় মন্ত্রী জাকির হোসেনকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি না হলে কলকাতায় স্থানান্তর করা হয়। 

মন্ত্রীকে চিকিৎসা দেওয়া ডাক্তাররা বলছেন, তার হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। তবে স্থিতিশীল পরিস্থিতিতে আছেন তিনি।

সূত্র: এনডিটিভি।

মন্তব্যসমূহ (০)


Lost Password