রায় ঘোষণা হলো আবরার হত্যা মামলার, মৃত্যুদণ্ডের রায় হলো ২০ জনের

রায় ঘোষণা হলো আবরার হত্যা মামলার, মৃত্যুদণ্ডের রায় হলো ২০ জনের
MostPlay

দিনটি ২০১৯ সালের ৭ অক্টোবর, শেরেবাংলা হলে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। এরপর তার বাবা বরকতুল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন এবং তার আবেদনটি মঞ্জুর করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

২০১৯ সালের ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আজ এ চাঞ্চল্যকর হত্যার রায় ঘোষণা করেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান। ২৫ জন আসামির ভিতরে ২০ জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড এবং ৫ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে, আদালতে আজকে হাজির করা হয় ২২ জনকে এদের ভিতর পলাতক রয়েছেন তিনজন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মুজতবা রাফিদ, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাহমুদ সেতু, মাজেদুর রহমান, মুজাহিদুর রহমান, হোসেন মোহাম্মদ তোহা, শামীম বিল্লাহ, নাজমুস বিল্লাহ, নাজমুল হোসেন। মুনতাসির আল জেমি, মিজানুর রহমান, শামসুল আরিফিন রাফাত, মোরশেদ ওমরতো ইসলাম, এহতেসামুল রাব্বি, মোরশেদ উজ্জামান জিশান এবং তাবাখাইরুল ইসলাম তানভীর।

মন্তব্যসমূহ (০)


Lost Password