অভিনেত্রী মেহজাবিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ

অভিনেত্রী মেহজাবিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতিসংঘের  বিশেষ সংস্থা ইউনিসেফ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতিসংঘের শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার দুপুরে মেহজাবিনকে ভ্যাকসিন চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করে সংস্থাটি তাদের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে। 

এতে লেখা হয়েছে, বাংলাদেশের একজন শীর্ষ মডেল এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী মেহজাবিন বিশ্বাস করেন, আমাদের একের স্বাস্থ্য অপরের স্বাস্থ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল।  তাই ইউনিসেফের সঙ্গে, সঠিক সময়ে টিকা নিয়ে কেবল নিজেরই নয়, আশেপাশের সব মানুষকেও সুরক্ষিত রাখার অনুপ্রেরণা দেয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। প্রসঙ্গত, ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দেয়ার জন্য মূলত এই সংস্থাটি তারকাদের নিয়ে এমন প্রচারণা চালাচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password