অস্ত্র মামলায় বিচার শুরু হলো স্বাস্থ্যের গাড়িচালক মালেকের

অস্ত্র মামলায় বিচার শুরু হলো স্বাস্থ্যের গাড়িচালক মালেকের

অস্ত্র আইনে করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। এসময় আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত দিন ধার্য করেন।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগের কামারপাড়ার ৪২ নম্বর বামনের টেক হাজী কমপ্লেক্সের তৃতীয় তলার বাসা থেকে গ্রেপ্তার করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়িচালক আব্দুল মালেকে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, দেড় লাখ টাকার জালনোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।  ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে তুরাগ থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলা দায়ের করা হয়।

পরের দিন ২১ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় তাঁর সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মন্তব্যসমূহ (০)


Lost Password