ব্যাটে বলে ভালই প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা

ব্যাটে বলে ভালই প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে নিজেদের ভালভাবেই ঝালাই করে নিয়েছে টাইগাররা। প্রথমদিন সারাদিন ব্যাট করে ২ উইকেটে ৩১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। টপঅর্ডারের এক সাদমান ইসলাম (০) ছাড়া রান পেয়েছেন সবাই। সাইফ হাসান ৬৫, নাজমুল হোসেন শান্ত ৫২, লিটন দাস ৩৭ করে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে দেন। মুমিনুল হক আউট হন ৩১ রানে। মাহমুদউল্লাহ ৪০ রানে অপরাজিত ছিলেন। সবচেয়ে বড় কথা এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ব্যাটে রানের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। সাকিব ৭৪ রান করে স্বেচ্ছায় অবসর নেন। ৭৪ রান করতে তিনি খেলেছেন মাত্র ৫৬ বল।

ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামেনি বাংলাদেশ। বোলারদের ঝালিয়ে নিতেই ইনিংস ঘোষণা করে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বল করতে গিয়েও সফলতা পেয়েছেন সাকিব আল হাসান। ১৬ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট। দলের অন্য বোলাররাও ভালভাবেই নিজেদের ঝালাই করে নিয়েছেন। সাকিবের সমান ৩ উইকেট তুলে নিয়েছেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। শরিফুল, রাহী ও ইবাদত ভালো বোলিংয়ের পুরস্কার পেয়েছেন।

জিম্বাবুয়ের নির্বাচিত একাদশকে ২০২ রানে গুটিয়ে দিয়ে শেষ বিকেলে ব্যাটিংয়ে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলেরর হয়ে ইনিংস সুচনা করতে এসেছিলেন তামিম ইকবাল খান। চোট থেকে সেরে উঠা তামিমও নিজেকে কিছুটা ঝালিয়ে নিয়েছেন। হাঁটুর ইনজুরিতে প্রাইম ব্যাংকের হয়ে সুপার লিগ না খেলে বিশ্রামে ছিলেন দেশের এক নম্বর ওপেনার তামিম। জিম্বাবুয়ে গিয়েও একদিন মাত্র প্র্যাকটিস করেছেন। তাই এই ম্যাচে তামিমের ব্যাট করতে নামা খুব ইতিবাচক দিক বাংলাদেশ দলের জন্য। শেষ বিকালে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ৭.১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২২ রান তোলার পর ম্যাচটি ড্র ঘোষনা কর হয়। তামিম ইকবাল ১ ও সাদমান ইসলাম ৪ রান করে অপরাজিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password