শুরু হচ্ছে বাংলা ধারাবাহিকের শুটিং

শুরু হচ্ছে বাংলা ধারাবাহিকের শুটিং
MostPlay

দীর্ঘ জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হলো ওপার বাংলার সব ধরনের নাটক ও চলচ্চিত্রের শুটিং। এর মাধ্যমে ঘুচল দর্শকদের চিন্তা। লাইট-ক্যামেরা-অ্যাকশনের হাঁকাহাঁকিতে আবার মুখর হয়ে উঠছে টলিপাড়া। আবারও শুরু হয়ে যাচ্ছে চিত্রনাট্য হাতে দৌড়াদোড়ি, শটদৃশ্য নিয়ে পরিচালক-ক্যামেরাম্যান-অভিনেতাদের আলোচনা। তবে, সবকিছু্‌ই হচ্ছে নতুন উদ্যোমে। মাস্ক, ফেসশিল্ড পরে সেটে ঘুরছেন সবাই। শিল্পী, কলাকুশলীদের সব সময়কার সঙ্গী হয়ে গিয়েছে স্যানিটাইজার। তবে এই পুরো কর্মযজ্ঞটাই কিন্তু ৩৫ জনের মধ্যে সীমাবদ্ধ। কারণ, রাজ্য সরকারের কড়া নির্দেশিকা থেকে বেশি সদস্য শুটিং টিমে থাকতে পারবে না আপাতত।

এর মাধ্যমে দর্শকদের অন্দরমহলে নতুন উদ্যোমে ফিরতে চলেছেন তাদের প্রিয় জবা, রানি রাসমণিসহ সবাই। আর দেখতে হচ্ছে না পুরনো এপিসোড। ঠিক যেখানে গল্প শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। তবে মিস করবেন জুটিদের মাখোমাখো রোমান্স। কারণ, করোনার ত্রাসে সিরিয়ালের গল্পে ঘনিষ্ঠতা এখন অতীত।

দীর্ঘ চাপানউতোরের পর বুধবার অবশেষে জট কাটল টালিগঞ্জের অন্দরে। বুধবার মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে তার উপস্থিতিতে প্রোডিউসরস গিল্ড, আর্টিস্ট ফোরাম (অৎঃরংঃ ঋড়ৎঁস), ইম্পা (ওগচচঅ)-সহ একাধিক সংগঠনের বৈঠকের মাধ্যমেই চূড়ান্ত নির্দেশিকা নেওয়া হয়। করোনা আবহে নির্দেশিকা মেনে কীভাবে শুটিং হতে পারে? সেই নিয়ে একটা মতভেদ চলছিল। তবে বুধবার, ১০ জুনের বৈঠকেই শিল্পীদের জন্য একটি শুটিংয়ের গাইডলাইন প্রস্তুত করা হয়।

শুটিং জোনে ৫টি শর্ত আরোপ করা হয়েছে সেগুলো হলো- ১. সামাজিক দূরত্ব বজায় রাখতে জুনিয়র আর্টিস্ট নিয়ে বিবাহ অনুষ্ঠান, শ্রদ্ধানুষ্ঠান কিংবা যে কোনো রকম অনুষ্ঠানের দৃশ্য ছেঁটে ফেলতে হবে। ২. কোনো অবস্থাতেই ২ কিংবা ততোধিক শিল্পীরা দৃশ্য শটের সময় দূরত্ববিধি লঙ্ঘন না করেন, সেদিকে নজর রাখতে হবে পরিচালক, ক্যামেরাম্যানদের। ৩. মাস্ক এবং ফেসশিল্ড পরা আবশ্যক কলাকুশলীদের। সে ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীরা শট দেওয়ার ফাঁকে ফাঁকে মাস্ক পরবেন। বারবার হাত স্যানিটাইজ করতে হবে। প্রতি ঘণ্টায় ডেটল দিয়ে হাত ধোওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৪. প্রত্যেককে নিজস্ব পানীয়জলের বোতল রাখতে হবে। ৫. বড় মেকআপ রুমে ৪ জনের বেশি থাকতে পারবেন না। মেকআপ সামগ্রীও শিল্পীরা নিজেরা বাড়ি থেকে আনাই ভালো।

মন্তব্যসমূহ (০)


Lost Password