আজ থেকে শুরু ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট

আজ থেকে শুরু ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট

ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে আজ শুরু হতে যাচ্ছে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।

বৃষ্টির কারণে নটিংহ্যামে দুই দলের প্রথম টেস্ট ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বেশ চাপে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড৷ ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন ইংল্যাডের পেসার স্টুয়ার্ট ব্রড। পায়ের চোটের জন্য খেলতে পারবেন না ব্রড। শঙ্কা রয়েছে জেমস এন্ডারসনকে নিয়েও। উরুর চোটের কারণে হয়তো দ্বিতীয় টেস্টে দেখা যাবে না তাকে। এছাড়া সিরিজ শুরুর আগেই ইনজুরিতে ছিটকে গেছেন আর্চার। দলের খারাপ অবস্থার মাঝেই দারুণ সংবাদ পেয়েছেন ইংল্যান্ড কাপ্তান জো রুট।

আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। নটিংহ্যামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছিলেন রুট। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি। এই পারফরম্যান্সের জেরে ৪৯ রেটিং পয়েন্ট পেয়ে তিনি টপকে গেলেন কোহলীকে। রুট এখন রয়েছেন চতুর্থ স্থানে। দ্বিতীয় টেস্টে তার দিকেই তাকিয়ে থাকবে দল।

অপরদিকে দ্বিতীয় টেস্টে ভারতের হয়ে মাঠে নামতে পারবেন না শার্দুল ঠাকুর। তার পরিবর্তে ভারতের একাদশে দেখা যেতে পারে রবীচন্দ্রন আশ্বিনকে৷ নটিংহ্যাম টেস্টে ভারতের পেস বোলাররা ছিলেন এক কথায় দুর্দান্ত। দ্বিতীয় টেস্টে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জয়ের আশা করতেই পারে টিম ইন্ডিয়া। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

মন্তব্যসমূহ (০)


Lost Password