শহীদ মিনারে প্রবেশে যেসব নিয়ম মানতে হবে

শহীদ মিনারে প্রবেশে যেসব নিয়ম মানতে হবে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুশৃঙ্খলভাবে পালন এবং বিড়ম্বনা এড়াতে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে রাজধানীর পলাশী ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) এবং জগন্নাথ হলের সামনের রাস্তা ব্যবহার করতে হবে। অপরদিকে শহীদ মিনার থেকে বের হতে দোয়েল চত্বরের রাস্তা অথবা ঢাকা মেডিক্যাল কলেজের সামনের রাস্তা ব্যবহার করতে হবে। নির্দেশিত রাস্তাগুলো ছাড়া অন্য কোনো রাস্তা ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া যাবে না।

নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুল, শহীদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রমনা চত্বর, হাইকোর্ট, টিএসসি ও শাহবাগ ইন্টারসেকশনগুলোতে রোড ব্লক দিয়ে যানবাহন ডাইভারশন দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password