থামছেই না মৃত্যুর মিছিল, রেকর্ড ২০১ মৃত্যু দেখলো দেশ।

থামছেই না মৃত্যুর মিছিল, রেকর্ড ২০১ মৃত্যু দেখলো দেশ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০১ জন মারা গেছেন। এর আগে এতো মৃত্যু কখনোই দেখেনি দেশ গতদিন মৃত্যু ছিলো ১৬৪ জনে। আজকের ২০১ জন মৃত্যুর পর মোট মৃত্যু পনেরো হাজার পাঁচশত তিরারানব্বই জনে যেয়ে দাঁড়ালো। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর এর তথ্য মতে, আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫ হাজার ৬৩৯ টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৩১ দশমিক ৩২ শতাংশ।

আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন যারর ফলে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া বয়সভিত্তিক বিবেচনা করলে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৮২ জন। ১১-২০ বয়সের ১ জন, ২১-৩০ বয়সের ৪ জন, ৩১-৪০ বয়সের ৯ জন, ৪১-৫০ বয়সের ২৫ জন, ৫১-৬০ বয়সের ৪৭ জন এবং বাকি ১১৫ জন ষাটোর্ধ।

মন্তব্যসমূহ (০)


Lost Password