নাজমা-অপুকে ধমক দিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নাজমা-অপুকে ধমক দিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী যুব মহিলালীগের সভানেত্রী নাজমা আখতার ও সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল দেখা করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তারা দেখা করেছেন বলে জানান অধ্যাপিকা অপু উকিল।


তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে তারা বহুল বিতর্কিত পাপিয়া নিয়ে তাদের অবস্হান ও পুরো বিষয়টি অবহিত করেন। এমন অপকর্মের সাথে জড়িত তাদের ধারণার বাইরে ছিলো বলে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বক্তব্য শুনেন এবং সারাদেশে যুব মহিলালীগে যারাই বিতর্কিত কর্মকান্ডে জড়িত তাদের তালিকা করে বাদ দিতে নির্দেশ দেন।


দলের সূত্র বলেছে, যুব মহিলালীগের নরসিংদী সাধারণ সম্পাদিকা পাপিয়ার বহুল বিতর্কিত কর্মকান্ডে গ্রেফতার, বহিস্কার হলেও শেখ হাসিনা যুব মহিলালীগ নেত্রীদের উপর চরম অসন্তুষ্ট ও ক্ষুব্ধ ছিলেন। আগেরদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও অসন্তোষ প্রকাশ করেন।


দলের একাধিক সূত্র জানায়, এপ্রিলে যুব মহিলীলীগের মেয়াদ শেষ হলেই সম্মেলনের মাধ্যমে নেতৃত্বেই পরিবর্তন আনা হবে না, বিতর্কিতদের দল থেকে বাদ দেয়া হবে। আগামী জুনে যুব মহিলালীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিডিটাইপ সংবাদের লেখক হতে পারেন আপনিও। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা, ভ্রমণ অভিজ্ঞতা, ক্যাম্পাসের খবর, তথ্যপ্রযুক্তি, বিনোদন, শিল্প-সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখা পাঠান: [email protected] ই-মেইলে।

মন্তব্যসমূহ (০)


Lost Password