ভরিতে ১৫১৬ টাকা বাড়লো সোনার দাম

ভরিতে ১৫১৬ টাকা বাড়লো সোনার দাম

প্রতি ভরি স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা। বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় আমাদের দেশেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বৃদ্ধিকৃত দাম কার্যকর করা হয়েছে ২২ আগস্ট,২০২১ থেকে।

ভরিতে ১৫১৬ টাকা বাড়ায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বর্তমানে ৭৩ হাজার ৪৮৩ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৭০ হাজার ৩৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৬১ হাজার ৫৮৬ টাকা নির্ধারিত হয়েছে। যেখানে গত শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট সোনা ৬৮ হাজার ৮১৮ টাকায় এবং ১৮ ক্যারেট সোনা ৬০ হাজার ৭০ টাকায় বিক্রি হয়েছে। 

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিলতার কারণে বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধি পেয়েছে। আরেকদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে দেশীয় গোল্ড ডিলারদের চাহিদার বিপরীতে গোল্ডবার আমদানি করা যাচ্ছেনা। এ কারণে দেশীয় বুলিয়ান মার্কেটে মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণেই পরিস্থিতির সামঞ্জস্য বজায় রাখতে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password