একই দিনে একসঙ্গে দেখা যাবে চাঁদ ও মঙ্গল গ্রহকে

একই দিনে একসঙ্গে দেখা যাবে চাঁদ ও মঙ্গল গ্রহকে

বৃহস্পতি গ্রহের অসাধারণ কিছু নতুন ছবি তুলে ধরেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যেখানে গ্রহটির বিশাল গ্যাস স্তরের নীচে উষ্ণ ঝলমলে অঞ্চলগুলো ফুটে উঠেছে।যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত জেমিনি নর্থ টেলিস্কোপের ইনফ্রারেড থেকে এসব ছবি পাওয়া গেছে।

করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে লকডাউন বলবৎ আছে। এ কারণে কমে গেছে বায়ুদূষণও। তাই এখন অনেক নক্ষত্রই আকাশে দৃশ্যমান হচ্ছে। এমনই এক বিরল দৃশ্য আগামীকাল বৃহস্পতিবার দেখা যাবে। এদিন একসঙ্গে দেখা যাবে চাঁদ ও মঙ্গল গ্রহকে। খবর ইন্ডিয়া টাইমসের।

গতকালই চাঁদের সঙ্গে দেখা গিয়েছিল জুপিটার গ্রহকে। এবার চাঁদের সঙ্গে দৃশ্যমান হবে লাল গ্রহ মঙ্গল। আকাশে অনেকটা পাশাপাশি দেখা যাবে এই দুই স্বর্গীয় বস্তুকে। তবে কাছাকাছি মনে হলেও আদতে চাঁদ ও মঙ্গলের মধ্যে অনেকটাই দূরত্ব থাকবে।

এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৯৮ হাজার কিলোমিটার দূরে থাকবে। অন্যদিকে মঙ্গল গ্রহটি চাঁদের দূরত্বের প্রায় ৪২৫ গুণ দূরে অবস্থান করবে।তবে চাঁদ ও মঙ্গল গ্রহকে একসঙ্গে দেখার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ১৪ মে সূর্য ওঠার এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠলেই দেখা যাবে এই বিরল দৃশ্য। সেক্ষেত্রে দক্ষিণপূর্ব আকাশে নজর রাখতে হবে।

আর্থ স্কাইয়ের তথ্য মতে, সাম্প্রতিক দিনগুলোতে খুব উজ্জ্বল দেখাচ্ছে মঙ্গল গ্রহকে। এখন রাতের আকাশে অষ্টম উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে মঙ্গল গ্রহ।

মন্তব্যসমূহ (০)


Lost Password