দেশ বাঁচাতে ৪ দফার ভিত্তিতে রাজনৈতিক সমঝোতার আহ্বান

দেশ বাঁচাতে ৪ দফার ভিত্তিতে রাজনৈতিক সমঝোতার আহ্বান
MostPlay

দেশ বাঁচাতে ৪ দফার ভিত্তিতে রাজনৈতিক সমঝোতার আহ্বান গণসংহতি আন্দোলনের। গত ২৭ আগস্ট, ২০২১, গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জননেতা জোনায়েদ সাকি ৪ দফা দাবি তুলে ধরেন।

৪ দফা দাবি:

১.বর্তমান সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আগামী তিনটি নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হতে হবে।

২.সংবিধানের ৭০ ধারা সহ প্রয়োজনীয় ধারাসমুহ ও যাবতীয় ঔপনিবেশিক কালাকানুন বাতিল করে রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের উদ্যোগ নিতে হবে।

৩.বিচারবিভাগ, নির্বাচন কমিশন, দূদকসহ সব সাংবিধানিক পদসমূহে নিয়োগের জন্য স্বাধীন সাংবিধানিক কমিশন গঠন করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে শক্তিশালী করতে হবে যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যাবহার করে চুরি দূর্নীতি লুটপাট বন্ধ করা যায়।

৪.সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে যাতে জণগনের সকল অংশের মতামত নিশ্চিত করা যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password