ভারত-বাংলাদেশ সীমান্ত কেঁপে উঠল ভূমিকম্পে

ভারত-বাংলাদেশ সীমান্ত কেঁপে উঠল ভূমিকম্পে

ঘূর্ণিঝড় নিসর্গের আতঙ্কের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত। তবে খুব বেশি শক্তিশালী ছিল না এই কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৩। আজ বুধবার সকাল ৭টা ১০ মিনিটে বয়ে যাওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

করোনাভাইরাসের সঙ্কটের মধ্যেই একের পর এক ভূমিকম্প আঘাত হানছে ভারতে। গত সপ্তাহেও দেশটির হরিয়ানায় এ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্প হয়েছিল। তবে মাত্রা বেশি না হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রথমটির মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং পরেরটির বয়ে যায় ২ দশমিক ৯ রিখটার স্কেলে।

এর আগে মে মাসের শুরুর দিকে আরো দুটি ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গেছে ভারতকে। লকডাউনের মধ্যে এমন টানা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছে মানুুষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password