ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামে

ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামে
MostPlay

 সিলেটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের লখীপুরে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে এই ভূমিকম্প হয়।

বিষয়টি নিশ্চিত করেছে সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ আবু সাঈদ চৌধুরী।  তিনি বলেন, এই ভূমিকেম্পর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের লাখিপুরে। যা সিলেট থেকে ১৯৬ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে। আর ঢাকা থেকে ২৪২ কিলোমিটার দূরে। তবে সিলেটে মূলত মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে।

এদিকে  যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের লাখীপুরের ৭ দশমিক ৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

মন্তব্যসমূহ (০)


Lost Password