কিশোরগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসন
MostPlay

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কঠোর বিধিনিষেধের সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে কিশোরগঞ্জে কিছুটা ঢিলেঢালা পরিস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসন। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে শহরের বিভিন্ন মোড় ও প্রধান প্রধান সড়কে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় সড়কে জরুরি প্রয়োজন ছাড়া যানবাহন চলাচল ও পথচারীদের সরকারের নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। সেই সাথে লকডাউন কার্যকর করতে সড়কে সেনা সদস্যদের পাশাপাশি র্যা ব, বিজিবি ও পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছে। এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া মোট ১৫টি মামলায় ৬হাজার ২০০টাকা আর্থিক জরিমানা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password