২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু

গত কয়েকদিনে কিছুটা কমার পর  করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু আবারও বাড়ল। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৬৭৫ জনের মধ্যে। এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি।  এর আগে গত ৯ মে ৫৬ জনের মৃত্যুর খবর দেওয়ার হয়েছিল সরকারের পক্ষ থেকে।

এরপর গত ১৬ দিনের মধ্যে কেবল ১২ মে ৪০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।  বাকি দিনগুলোতে এই সংখ্যা ৪০ এর নিচেই ছিল। আজকের চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল ৭ মে, সেদিন ১ হাজার ৬৮২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয়েছিল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন ৪০ জন নিয়ে দেশে এ পর্যন্ত ১২ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে করোনায়।  আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  চলতি বছরের মার্চের শেষ দিকে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেয় দেশে।  এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যায়।  সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।  সম্প্রতি সংক্রমণ ও মৃত্যু কমে আসছিল।  গত ২৪ ঘণ্টায় প্রাণহানি আবারও বাড়ল।

মন্তব্যসমূহ (০)


Lost Password