যেসব শর্ত মানতে হবে এবার হজ করতে গেলে

যেসব শর্ত মানতে হবে এবার হজ করতে গেলে
MostPlay

 বিশ্বজুড়ে বিরাজ করছে করোনা আতঙ্ক। মহামারি করোনার এই আবহে ২০২১ সালের হজ প্রোটোকল ঘোষণা করেছে সৌদি আরব। এ বছরের হজ প্রোটোকলে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে এ বছর শুধু ১৮-৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন।

হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এ ছাড়া সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনাভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।

এছাড়া সৌদিতে পৌঁছানোর পর হজ যাত্রীদের ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। সেখানে আবারও তাদের পিসিআর টেস্ট করা হবে। সেই টেস্টে নেগেটিভ রিপোর্ট আসার পর তবেই কোয়ারেন্টিন শেষ হবে।

এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসাইন জানান, তারা প্রস্তুতি নিয়ে রাখছেন। তবে এই করোনাকালে সৌদি সরকার বাংলাদেশ থেকে কতজনকে হজ করার অনুমতি দেবে সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে সৌদি সরকার ২০২০ সালে বিদেশিদের পবিত্র হজ পালনের অনুমতি দেয়নি।

সূত্র : ভয়েস অব আমেরিকা

মন্তব্যসমূহ (০)


Lost Password