যমুনার দুর্গম চরে মা-মেয়ের মরদেহ উদ্ধার

যমুনার দুর্গম চরে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে।

নিহতরা হচ্ছেন- সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্যা চরের আল আমিনের স্ত্রী শেফালী খাতুন (২২) ও তার ৫ মাস বয়সী শিশু কন্যা আয়েশা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শেফালী খাতুন কবিরাজি চিকিৎসা করানোর কথা বলে সন্তানকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। রবিবার বিকেলে পার্শ্ববর্তী শংকরপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মা-মেয়ের মরদেহ দেখতে পায় গ্রামবাসী। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা শনিবার রাতের যে কোন সময় মা-মেয়েকে হত্যা করে মরদেহ ভট্টা ক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, যমুনা নদীর দুর্গম চরে ঘটনাস্থলে থানা থেকে নৌকা যোগে যেতে তিন ঘণ্টা সময় লাগে। তিনি বলেন, পুলিশ মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে। তবে রাত পৌনে ১০টা পর্যন্ত থানায় পৌঁছেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password