ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শুক্রবার (৯ এপ্রিল) দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবারা প্রিন্স ফিলিপের মৃত্যুতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে ব্রিটেনের রানি, রাজপরিবার ও জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যুতে সারাবিশ্ব বিশেষ করে কমনওয়েলথভুক্ত দেশগুলো একজন বিশ্বস্ত বন্ধুকে হারাল।
ফখরুল বলেন, নৌবাহিনীর একজন দক্ষ সাবেক কর্মকর্তা হিসেবে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুচারুভাবে পালন করে গেছেন। রানির স্বামী হিসেবে তিনি তার স্ত্রীর দায়িত্ব পালনে সবসময় বলিষ্ঠ সমর্থন দিয়েছেন। ব্রিটেনের সমাজকে অধিকতর সংবেদনশীল, সুষম, মানবিক ও ন্যায়ভিত্তিক করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। এছাড়াও বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ এবং তরুণদের উন্নতি ও বিকাশে অনেক অনুকরণীয় কাজ করে গেছেন। আমি প্রিন্স ফিলিপের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করছি।
এদিকে আলাদা শোকবার্তায় প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তারা বলেন, রানি এলিজাবেথের ৬৯ বছরের শাসনামলে সবসময় সঙ্গী ছিলেন প্রিন্স ফিলিপ। দীর্ঘ রাজত্বকালে রানির পাশে থেকে একনিষ্ঠ সমর্থন যুগিয়েছেন, যা ব্রিটিশ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
নেতৃদ্বয় বলেন, ১৯২১ সালের ১০ জুন গ্রিক ও ড্যানিশ রাজপরিবারে জন্ম নেয়া প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথকে বিয়ে করেন। বিশ্বযুদ্ধপরবর্তী সময়ে রাজতন্ত্রকে আধুনিকায়ন করতে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। বাকিংহাম প্যালেসের দেয়ালের ভেতরে এলিজাবেথকে রানি হয়ে ওঠার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিটি ছিলেন প্রিন্স ফিলিপ। রানির আস্থাও অর্জন করেছিলেন তিনি।
তারা বলেন, সারাবিশ্বে প্রতিবন্ধীদের উৎসাহিত করা ছাড়াও পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং খেলাধুলার প্রতি তার ছিল অদম্য উৎসাহ। প্রিন্স ফিলিপ শুধু যুক্তরাজ্য নয়, কমনওয়েলথভুক্ত দেশ ছাড়িয়ে বিশ্বের মানুষের ভালবাসা অর্জন করেছিলেন।
উল্লেখ্য, ব্রিটেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ শুক্রবার স্থানীয় সময় সকালে ব্রিটেনের রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ‘ডিউক অব এডিনবারা’ খেতাবধারী এই যুবরাজের বয়স হয়েছিল ৯৯ বছর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন