আইপিএলে চার খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য কার?

আইপিএলে চার খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য কার?

ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম।  তার আগেই খেলোয়ার বাছাইয়ের কাজ সেরেছে ফ্রাঞ্চাইজিগুলো।  

গত ৬ ফেব্রুয়ারি প্লেয়ার ড্রাফটের তালিকাও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যেখানে ২ কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  সাকিবের পর বাংলাদেশের আরও তিন ক্রিকেটারে আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের দলগুলো।

চূড়ান্ত তালিকায় নাম লেখানো এসব ক্রিকেটার হলেন - মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

এদেরমধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বাঁ-হাতি এ পেসারের ভিত্তিমূল্য এক কোটি রুপি।  এছাড়া মাহমুদউল্লাহ ৭৫ লাখ ও সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন। 

আইপিএলে খেলতে আগ্রহী বাংলাদেশের আরেক ক্রিকেটার সৌম্য সরকার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাননি। 

এদিকে এবারের আইপিএলে সাকিবের খেলা প্রায় নিশ্চিত। তাকে দলে ভেড়াতে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে ইতোমধ্যে।  তবে ১ কোটির মোস্তাফিজের দল পাওয়া এখনও অনিশ্চিত।

আইপিএলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুই মৌসুম খেলেছিলেন মোস্তাফিজ। নিজের প্রথম মৌসুমে দলকে শিরোপাও এনে দিয়েছিলেন। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলে চোট নিয়ে দেশে ফেরেন মোস্তাফিজ।  

আরব আমিরাতে অনুষ্ঠিত গত আসরেও বদলি খেলোয়ার হিসেবে মাঠে নামার সুযোগ এসেছিল ফিজের।  প্রথমবার গত বছরের মার্চে প্রস্তাব আসে। কিন্তু করোনা আতঙ্কে তিনি নিজেই সেই কোটি টাকার প্রস্তাব ফির‍িয়ে দিয়েছিলেন। দ্বিতীয়বার প্রস্তাব আসে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে। ইংল্যান্ডের পেসার হ্যারি গারনির বদলি হিসেবে তাকে চেয়েছিল শাহরুখ খানের দল।

কিন্তু একই সময়ে শ্রীলঙ্কা সফরে একাদশে থাকায় তাকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দিতে অস্বীকৃতি জানায় বিসিবি।

মন্তব্যসমূহ (০)


Lost Password