করোনাভাইরাস মোকাবেলার জন্য সরকার গণপরিবহণ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় অবিলম্বে লঞ্চ, ট্রেন, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধের সুপারিশ করেছে। এই সুপারিশ বাস্তবায়নের জন্য উচ্চপর্যায়ের বৈঠকও চলছে। বৈঠকে গণপরিবহন বন্ধের অনুমোদন হলে গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতিমধ্যে করোনাভাইরাসে ২৪ জন আক্রান্ত হয়েছে, ২ জনের মৃত্যু হয়েছে দেশে। এই পরিস্থিতির আরও ব্যাপক বিস্তৃতি হতে পারে, এরকম আশঙ্কা থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় গণপরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করতে চাচ্ছে।
বিশেষ করে সারা বাংলাদেশে বিদেশ থেকে বিশেষত ইউরোপ থেকে যারা এসেছে, তাদের কারণে যেন করোনাভাইরাস ছড়িয়ে না পারে, তাই গণপরিবহনের এই নিষেধাজ্ঞার কথা ভাবা হচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন