ফিনল্যান্ডে অনুষ্ঠিত এয়ারশোতে ইউরোফাইটার যুদ্ধবিমানের ভবিষ্যত ফিচার প্রদর্শিত

ফিনল্যান্ডে অনুষ্ঠিত এয়ারশোতে ইউরোফাইটার যুদ্ধবিমানের  ভবিষ্যত ফিচার প্রদর্শিত
ইউরোপীয় বহুজাতিক প্রতিষ্ঠান Eurofighter Consortium (ইউরোফাইটার কন্সরটিউম) ফিনল্যান্ডে অনুষ্ঠিত Kauvori 21 এয়ারশোতে ইউরোফাইটার যুদ্ধবিমানের ভবিষ্যত Tranche-4 ভার্সনের কিছু ভবিষ্যত ফিচার প্রদর্শন করেছে । ককপিটে লার্জ এরিয়া ডিসপ্লে (LAD) এর ব্যবহার, এফ-৩৫ এর মতো হেড আপ ডিসপ্লে (HUD) এর প্রচলন বাতিল করা, ইউরোপীয়ান কমন রাডার সিস্টেম ECRS Mk-2 এর ডেমো মডেল, Striker-2 হেলমেট মাউন্টেড ডিসপ্লে প্রভৃতি প্রদর্শনের উল্লেখযোগ্য অংশ ছিল এই প্রদর্শনীতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password