৩ জেলা লকডাউন হতে পারে

৩ জেলা লকডাউন হতে পারে

দেশের যেসব এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে সেসব এলাকা লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।সময় তিনি বলেন, বিশ্বের যেসব দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশেষ করে চীন, ওই দেশগুলোতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে লকডাউনের মাধ্যমে। আমাদের দেশেও যে সমস্ত এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে ওই সব এলাকা লকডাউন করা হবে।

জাহিদ মালেক বলেন, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। প্রয়োজনে ওই এলাকা লকডাউন করা হবে। কোয়ারেন্টাইন বা চিকিৎসার কাজে সেনাবাহিনীকে ইজতেমা মাঠ প্রস্তুত করার জন্য দেয়া হয়েছে। ২ হাজার জনের চিকিৎসার জন্য ব্যবস্থা আছে। প্রয়োজনে বড় পরিসরে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব ইজতেমার মাঠ প্রয়োজনে কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ৫ হাজার মানুষকে করোনা সন্দেহে পরীক্ষা করা হয়েছে। দুয়েকদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password